উলিপুরে স্কাউটে আ'লীগপন্থী শিক্ষক রাশেদ সহ সকল আ'লীগপন্থী শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কার চেয়ে ইউএনও ও উপজেলা স্কাউট শাখার সভাপতি নয়ন কুমার সাহা বরাবর আবেদন জানিয়েছে উলিপুর উপজেলা শাখার সকল স্কাউট শিক্ষার্থীবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ মে) উলিপুর উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও ও উপজেলা স্কাউট সভাপতি নয়ন কুমার শাহ বরাবর করা সেই আবেদনে জানানো হয়,
স্কাউট একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। এই সংগঠনের সাথে যারা যুক্ত থাকবে তারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবে না। গত দুই মাস আগে স্কাউট কর্তৃক পরিপত্রে উল্লেখিত হয়েছিল যে, কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তি, সাজাপ্রাপ্ত ব্যক্তি, উপজেলায় কোন স্কাউটিং কার্যক্রম করতে পারবে না। উক্ত পরিপত্রটি আপনাকে (ইউএনও) দেখানো হয়েছিল এবং আপনি কমিটি গঠনের সময় বলেছিলেন তাকে যেন কমিটিতে না রাখা হয়।
কিন্তু সেই স্কাউটে আওয়ামীলীগ পন্থী এবং জুলাই এর গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর হামলাকারী রাশেদ, ছাত্রদের তুলে নিয়ে অত্যাচার এবং এক দফাকে কবর দেওয়ার কথা বলেছিল।
এছাড়াও আরও বলা, রাজারহাটের সেই রাশেদ গত চার মাস জেলে ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে উলিপুর উপজেলা স্কাউটের হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় যায়।
আরো জানানো হয় আওয়ামী পন্থী এ শিক্ষক বর্তমানে নিজেকে স্কাউটের ইউনিট লিডার দাবি করছে। যদিও স্কাউটের নীতিমালা অনুযায়ী কোন রাজনৈতিক ব্যক্তি স্কাউটের সদস্য হতে পারবে না।
স্কাউটের নীতি পরিপন্থী হওয়া অভিযুক্ত সেই আওয়ামীপন্থী শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজারের সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গেছে।
উলিপুরের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ইউএনও বরাবর এ আবেদন জমা দেন, স্কাউট উলিপুর উপজেলার ৩৩৯ নম্বর গ্রুপের সিনিয়রপ পেট্রো লিডার, কাউসার ইসলাম কিরণ, পেট্রোলিডার, মোহাম্মদ রাফি, হুরে জান্নাত হিমু সহ আরো বেশ কিছু স্কাউট শিক্ষার্থী।
আবেদনকারী স্কাউট শিক্ষার্থীরা আরো জানান স্কাউট থেকে আওয়ামী পন্থী শিক্ষক রাশেদ সহ সকল রাজনৈতিক শিক্ষক ও শিক্ষার্থীদের কে দ্রুত বহিষ্কার না করলে, তারা কঠিন আন্দোলন গড়ে তুলবেন।