শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কমিটির আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বাংলাদেশ আঞ্চলিক বায়োলজি অলিম্পিয়াড-২০২৫।
আজ ১৬ মে (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার ও কো অর্ডিনেটর মো. জিয়াউল হক সিজার।
বায়োলজি অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাবিপ্রবি'র ভিসি প্রফেসর ড.মো.এনামউল্যা বলেন, "আমরা বায়োলজি পড়ি আর না পড়ি কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের যে অ্যাপ্লিকেশনটা এটা আমরা প্রতিমুহূর্তে অনুধাবন করতে পারি।রংপুর অঞ্চল থেকে তোমাদের জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে, আবার জাতীয় পর্যায়ে আরেকটি পরীক্ষা হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোমরা যেতে পারবা।গত বছর আমরা ব্রোঞ্জ পদক পেয়েছি, তারমানে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে পদক পাওয়ার মত অবস্থানে পৌঁছে গিয়েছি"।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ৩ টি ক্যাটাগরিতে প্রায় ৯৬৮ জন প্রতিযোগী অংশ নেয়। রংপুর বিভাগের ৮ টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রতিযোগীরা- ৬ষ্ঠ-৮ম(জুনিয়র),৯ম-১০ম(সেকেন্ডারি) এবং ১১শ-১২শ(হায়ার সেকেন্ডারি) এই ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহন করে।