বজ্রপাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় রিয়াদ হোসেন(৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৪ জন আহত হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা নাগাদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর,খেতারচর এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজেপি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহী । আহত চারজন বিজিবির সদস্য হলেন, হাবিলদার জসিম (৫২), সিপাহী নাদিমা (২৮), আনসার সদস্য ফেরদৌস হোসেন( ৩৬), ও সিপাহী শাহিন(২৮)। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবিদার ফরিদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২ টা নাগাদ কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকায় টহলরত ছিলেন একদল বিজিবি সদস্য।
এ সময় বজ্র সহ বৃষ্টি শুরু হলে, একজন আনসার সহ ৪ জন বিজেপি সদস্য গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় । ২জন রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।