প্রতিনিধি :-সাব্বির হোসাইন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (১২ জুন) গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুমায়ূন কবির মাস্টার এবং সদস্য সচিব হয়েছেন খালেকুজ্জামান বাবলু। অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে এবং সদস্য সচিব হয়েছেন ইব্রাহিম প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে কালীগঞ্জ বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা আরও বলেন, এই নতুন কমিটি কালীগঞ্জ উপজেলার বিএনপিকে একটি নতুন গতি দেবে এবং দলের কার্যক্রমকে আরও বেগবান করবে।
নতুন দুই আহ্বায়ক কমিটি স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেছে। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কালীগঞ্জ বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।