নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসস্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়কসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিযুক্ত ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শনিবার (১১জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় জায়গীর বাস স্ট্যান্ড ওভার ব্রীজ সহ আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় এবং পথচারী সহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে বাস স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে জাহাঙ্গীর আলম ও ফজলুল হক ফজলু এর মধ্যে দ্বন্দ্ব বিরাজমান। নিজের আধিপত্য বিস্তারের জন্য লতিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম একটি মিছিল করার জন্য ওভার ব্রীজের পূর্ব দিকে অবস্থান নেন। মিছিলটি ওভার ব্রিজের পশ্চিম দিকে আগানোর সময় লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক ফজলু সহ তার অনুসারীরা অতর্কিত হামলা চালায় এবং পরে তা উভয়পক্ষে সংঘর্ষে রুপ নেয়।
এসময় উভয় পক্ষের সংঘর্ষের সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদেকুল ইসলাম গুরুতর আহত সহ আরো দুজন আহত হন। পরে মিঠাপুকুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিক্সন পাইকার জানান, ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে সভাপতি ও সেক্রেটারি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ জনকে শোকজ করা হয়েছে। জড়িতদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দীক জানান, বিএনপির ইউনিয়ন কমিটির দুই গ্রুপের দ্বন্দ্বে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।মারামারির ঘটনায় গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে দুই পক্ষের কেউ থানায় অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Leave a Reply