আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা প্রতিরোধ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে ) ভূরুঙ্গামারী উপজেলায় চলমান নাশকতা বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।
থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য মোঃ রফিকুল ইসলাম রিপন, ৩নং তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের, সহ-সভাপতি- মোঃ গোলাম মোস্তফা, চর বলদিয়া এলাকার ০৭ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উপকমিটির, সভাপতি- মো: ইব্রাহিমকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হলেন, নলেয়া ৯ নং ওয়ার্ডের মৃত আনছার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম রিপন (৪৫), ৩ নং তিলাই ইউনিয়নের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৫২), চর বলদিয়ার মৃত আলহাজ্ব আজিজুল হকের ছেলে মো: ইব্রাহিম (৪০),
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “এই অভিযান নাশকতা বিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের চলমান পদক্ষেপের অংশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের শনিবার ১০ মে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।