সারোয়ার হাসান সজীব, জাবিপ্রবি প্রতিনিধি।
সারা দেশের ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ-ইউনিট’ তথা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি)।
শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের আওতায় মূলত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে।।
জানাগেছে, জাবিপ্রবি ক্যাম্পাস ও এর বাইরে নির্ধারিত দুটি কেন্দ্রে মোট ৩ হাজার ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে ২ হাজার ২১১ জন এবং জামালপুর শহরের মালঞ্চ এম.এ. গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ নেওয়ার হার ছিল প্রায় ৯২ শতাংশ, যা গুচ্ছভুক্ত পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত সন্তোষজনক।
এদিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্থাপত্য বিষয়ে আগ্রহীদের জন্য নির্ধারিত ড্রয়িং পরীক্ষা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, এ-ইউনিটের ফোকাল পয়েন্ট শিক্ষক রিপন রায় এবং কো-ফোকাল পয়েন্ট ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ভিগ্নভাবে পরীক্ষা দিতে সহায়তা করতে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বেচ্ছাসেবক দল, গ্রীন ভয়েস জাবিপ্রবি শাখা এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন। পরীক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা, বিশ্রাম, নিরাপত্তা ও তথ্য সহায়তা নিশ্চিত করতে দিনভর এসব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
ভর্তি কমিটির মাননীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সন্তোষ প্রকাশ করে বলেন, “পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা যেভাবে নিঃস্বার্থভাবে কাজ করেছে, তা প্রশংসার যোগ্য।”
তিনি আরও বলেন, “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই স্বচ্ছ ও নিরাপদ ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এবছরের GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শুরু হয় ২৫ এপ্রিল ‘সি-ইউনিট’ (ব্যবসায় শিক্ষা শাখা) এর পরীক্ষার মাধ্যমে। এরপর ২ মে অনুষ্ঠিত হয় ‘বি-ইউনিট’ (মানবিক শাখা)। ‘এ-ইউনিট’ ছিল এই পরীক্ষার তৃতীয় ধাপ। এই গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থী ও অভিভাবকদের ভ্রমণ, ব্যয় এবং সময় সাশ্রয়ে বড় ভূমিকা রাখছে।
ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী ভর্তি কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.jstu.ac.bd), অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপ, এবং GST গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)–এ পাওয়া যাবে