কারমাইকেল কলেজ প্রতিনিধি | ৮ মে ২০২৫
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রশাসনের নানা সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—চাষযোগ্য পরিত্যক্ত জমিতে খেলার মাঠ নির্মাণ, আবাসন সংকট নিরসন এবং যানবাহনের সংকট সমাধান।
আন্দোলনকারীরা জানান, ক্যাম্পাসে খেলাধুলার জন্য কোনো মানসম্পন্ন মাঠ নেই। অথচ কলেজ এলাকায় পরিত্যক্ত চাষযোগ্য জমি রয়েছে, যেখানে খেলার মাঠ গড়ে তোলা সম্ভব। তারা চান এই জমিগুলো খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করা হোক।
একজন শিক্ষার্থী বলেন, “আমরা চাই পরিবেশবান্ধব ও কার্যকর সমাধান—যাতে খেলাধুলাও হয় এবং পরিতক্ত জমিগুলোর যথাযথ ব্যবহার হয়।
স্মারকলিপি প্রদানকালে কলেজ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই শিক্ষার্থীরা শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের এমন গণতান্ত্রিক ও দায়িত্বশীল আচরণকে স্বাগত জানিয়েছেন