মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর থানায় মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় রংপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এসআই মো: জান্নাত হোসাইন।
গতকাল সোমবার রংপুর পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম রংপুর জেলার শ্রেষ্ঠ এসআই জান্নাত হোসাইনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসআই জান্নাত হোসাইন বলেন, আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি।
আমি এই দেশকে অনেক কিছু দিতে চাই, মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, দিকনির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও মিঠাপুকুর থানার সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স হিসাবে সচেষ্ট ছিলাম এবং আছি। মিঠাপুকুর থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।