র,প,ই প্রতিনিধি :শরিফ মন্ডল
রংপুর ৪মে রবিবার
চলমান শাটডাউন কর্মসূচির মধ্যেও মুক্ত আকাশের নিচে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভার আয়োজন করেছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
দ্বিতীয় ভবনের পেছনের বড় মাঠে অনুষ্ঠিত এই সভায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং আন্দোলনের এই সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে পঞ্চম সেমিস্টারের এক শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন বলেন, "আমরা দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরছি। আজকের এই সভায় শিক্ষকদের আন্তরিক উপস্থিতি এবং আমাদের পাশে থাকার আশ্বাসে আমরা আশান্বিত। আমরা চাই, দ্রুত দাবি মেনে নিয়ে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হোক।"
অত্র প্রতিষ্ঠানের পার্টটাইম শিক্ষক গোলজার হোসেন বলেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। তাদের ন্যায্য দাবি আদায়ে আমরা সহমত পোষণ করি। তবে আন্দোলনের পাশাপাশি পড়াশোনার দিকেও মনোযোগ রাখা জরুরি, যাতে শিক্ষাজীবনে বড় কোনো ক্ষতি না হয়।"
বক্তারা আরও বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান হলো গঠনমূলক চিন্তার জায়গা, এবং সকল সংকট মোকাবেলায় শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে কাজ করলেই সমাধান সম্ভব।
উল্লেখ্য, সম্প্রতি পলিটেকনিক শিক্ষার্থীরা নানা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন। এই প্রেক্ষাপটেই মতবিনিময় সভার আয়োজনটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।