র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
বরিশাল, ৪ মে:
পরীক্ষা ও ফরম পূরণ স্থগিত রেখেই আজ রবিবার(৪ মে) থেকে ক্লাসে ফিরেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নিজেদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতীকী ও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন।
এক শিক্ষার্থীর ভাষায়, “আমরা পড়াশোনায় ফিরেছি ঠিকই, কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা আমাদের অধিকার থেকে সরে আসছি না।”
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—ইনস্টিটিউটের নির্দিষ্ট সমস্যা সমাধান, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কিছু কাঠামোগত পরিবর্তন।
এদিকে, প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন, যার ফলে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষাসহ ফরম পূরণের কার্যক্রম স্থগিত ছিল।
Leave a Reply