সুবংকর রায়, ইবি প্রতিনিধি।
আসন্ন বুদ্ধপূর্ণিমার ছুটি ৫ মে’র পরিবর্তে ১১ মে হবে বলে জানিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার (৩ মে) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্টার তারেক মাহমুদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে বুদ্ধপূর্ণিমার ছুটি ৫ মে উল্লেখ আছে। কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ৫ মে’র পরিবর্তে ১১ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। কিন্তু এদিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষা হলে সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ঐদিন জরুরী সেবা সমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) অন্যান্য দিনের ন্যায় চালু থাকবে।
প্রসঙ্গত, বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দের এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিষ্ট পূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে জগতে বুদ্ধ নামে খ্যাত হন এবং ৫৪৩ খ্রিষ্টপূর্বাব্দে এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়।