বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার রুকন ( সদস্য) নাসিমা আক্তার বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহানগর নেতৃবৃন্দ।
শনিবার (৩ মে) সন্ধ্যায় জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান ও সেক্রেটারি আনওয়ারুল হক কাজল গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মহানগর আমীর বলেন, তার চলে যাওয়ায় মহানগর একজন ইসলামী আন্দোলনের ভালো মানের দায়ীকে হারালেন। তার বিদায়ী আত্মার মাগফিরাত ও দোয়া করেন। সেই সাথে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধর্য্য ধরার তাগিদ দেন এবং তার রেখে যাওয়া কাজ আনজাম দেয়ার জন্য সকল জনশক্তির প্রতি আহ্বান জানান।
জানা যায়, নাসিমা আক্তার বানু পারিবারিক জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। মেয়ে রংপুর মেডিকেল হাসপাতালের চিকিৎসক ও ছেলে বাংলাদেশ আর্মি টেকনিক্যাল ইউনিভার্সিটির ৭ম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।
তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, হাই প্রেসার অসুস্থতায় ভুগছিলেন এবং অন্তিম সময় গুলিতে হিমোগ্লোবিন কমে যাচ্ছিলো। হার্ট অ্যাটাক করে চিকিৎসাধীন অবস্থায় গত (০২ মে ২০২৫) রাত ১০:৪০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালিন সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মরহুমার ১ম জানাযার নামাজ রংপুর মহানগরীর রামপুরা জমে মসজিদ মাঠে সকাল ০৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। ২য় জানাযার নামাজ গ্রামের বাড়ি রংপুর জেলার, পীরগাছা উপজেলায় চৌধুরানীতে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য নাসিমা আক্তার বানু ইতিপূর্বে কোতোয়ালি থানার দায়িত্বশীলা, এবং মহানগরী কর্মপরিষদ সদস্য ছিলেন। ২০২৩/২৪ সেশনে হাজীর হাট থানার দায়িত্বশীলা ছিলেন। ২০২৫/২৬ সেশনের জন্য কোতয়ালি থানার কর্মপরিষদ সদস্য এবং মানবসম্পদ বিভাগের দায়িত্বের পাশাপাশি সাতগাড়া জোন পরিচালিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত। মরহুমার স্বামী জনাব সাইফুল ইসলাম (অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা) ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর সহ- সভাপতি।