তা'মীরুল মিল্লাত প্রতিনিধি - মো. সাব্বির হোসাইন
তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বালিকা শাখার সংলগ্ন জমি ১১ কোটি টাকায় ক্রয় করা হয়েছে। গতকাল মাদ্রাসার ক্লাস ক্যাপ্টেনদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এই তথ্য জানান মাদ্রাসার উপাধ্যক্ষ মিজানুর রহমান।
তিনি আরও জানান, বালিকা শাখার সামনের দোকানগুলো থেকে প্রায় ১২ লক্ষ টাকা ভাড়াও পাওয়া গেছে। এতদিন এই প্রতিষ্ঠানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে জমির ভাড়ায় পরিচালনা করতে হতো। তবে এখন থেকে এই জায়গা তামীরুল মিল্লাত টঙ্গীর নামে ক্রয় করা হয়েছে।
উপাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, পূর্বে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর যে সকল জমি ছিল, সেগুলোর দলিলপত্রে তামীরুল মিল্লাত মিরহাজির বাগার নাম লেখা ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর এই তথ্য জানা যায়। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল জমি ও দলিল তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর নামে আনা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসন আমলে এই প্রতিষ্ঠানকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি মাদ্রাসার সরকারি অধিভুক্তিও দেওয়া হয়নি। তবে এই বছর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী নিজস্ব নামেই সরকারি অধিভুক্তি লাভ করেছে। উপাধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও উন্নত হবে, ইনশাআল্লাহ।