কারমাইকেল কলেজ প্রতিনিধি:
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গ্রীন ভয়েস, কারমাইকেল কলেজ, রংপুর শাখার উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও গ্রীন ভয়েসের উপদেষ্টা প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় গ্রীন ভয়েসের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, নিম, বটসহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবং কলেজ ক্যাম্পাসকে সবুজ রাখতে নিয়মিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠান শেষে গ্রীন ভয়েসের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবে।