হুসাইন আল হিমেল, উপজেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল সোমবার (২২ এপ্রিল) দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার হোসেন চৌধুরী তুহিন। দুপুর ১১:৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হন। এরপর এক দশকের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং রাজনৈতিক পরিসরে প্রাসঙ্গিক ছিলেন।
তুহিনের প্রত্যাবর্তনে ডোমার-ডিমলা এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে ডোমার ও ডিমলা উপজেলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। নেতাকর্মীরা মনে করছেন, তার সক্রিয়তায় সংগঠন আবারও গতিশীল হয়ে উঠবে।
ডিমলা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান বলেন, “তুহিন ভাই আমাদের এক অভিভাবক। দীর্ঘদিন ধরে আমরা তার অভাব অনুভব করেছি। তিনি ফিরে আসায় নতুন শক্তি সঞ্চার হবে।”
বিএনপির নেতাকর্মীরা বলছেন, তুহিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তিকে পুনর্গঠনে সহায়তা করবে এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দীর্ঘদিন পর তার প্রত্যাবর্তনে নীলফামারী-১ আসনের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটতে পারে। স্থানীয় মানুষ ও নেতাকর্মীদের প্রত্যাশা, তিনি আবারও পুরোনো দৃঢ়তা ও নেতৃত্বে ফিরে আসবেন।