বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে তার এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ উঠেছে। মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশটগুলো প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ এবং গ্রুপে শিক্ষক রশীদুল ইসলাম এবং ওই ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে। ভুক্তভোগী তার নাম-পরিচয় গোপন করে এসব স্ক্রিনশট প্রকাশ করেন।
স্ক্রিনশটের লেখাগুলোয় দেখা যায়, শিক্ষক রশীদুল ইসলাম বলেন, ‘মিষ্টি মেয়ে একটা!’ উত্তরে ছাত্রী বলেন, ‘থ্যাংক ইউ স্যার, আপনি খুব ভালো মনের মানুষ।’ এবার শিক্ষক বলেন, ‘তোমাকে কী যেন করতে বলেছিলাম?’ ‘শিক্ষার্থী উত্তরে বলেন, ‘বাসায় যেতে! আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কি না কি হবে।’
বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে নিজের আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দীর্ঘ একটি স্ট্যাটাস লেখেন। পরে সেটি বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।
পোস্টে শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করে ছাত্রী বলেন, ‘আমি পরিসংখ্যান নবম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আমার ডিপার্টমেন্টের রশীদুল স্যারের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি। শুরুতেই আমি ডিপার্টমেন্টে তার নজরে আসি আমার মুখের হাসির (উনার ভাষ্যমতে) জন্য। আমার সাথে এভাবেই উনি কমপ্লিমেন্ট দিয়ে কথা বলা শুরু করে। তারপর ইনবক্সে নক দিয়ে নানাভাবে পড়ালেখার খোঁজখবর নেন এবং আমি সরল মনে বিশ্বাস করি আমি অনেক দূর থেকে এসেছি, তাই এভাবে খোঁজ নিচ্ছে। এভাবে কিছুদিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের পিকনিক হয়, সেখানে তার বউয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেন। এরপর একদিন তার বউ আমাকে নক দিয়ে বলেন, আমাদের এলাকায় কী কী খাবার (যেটা ফেমাস) পাওয়া যায়, যেটা উনি খেতে চান আর আমিও বাসায় গিয়ে তাকে দিয়ে আসি (যেহেতু সরাসরি চেয়েছে)। এভাবেই একটা সম্পর্ক তৈরি হয় তার সাথে আমার।’
Leave a Reply