1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দফা দাবি আদায়ে দুইদিনের আল্টিমেটাম ববির ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের বোর্ড গঠনে বিলম্ব। হাবিপ্রবিতে পাঁচ মাস ধরে আটকে আছে লেকচারারদের প্রমোশন “নারী উন্নয়নের নামে অর্থ বাণিজ্য, ইউএনও’র হস্তক্ষেপে মুখ রক্ষা” কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী পীরগাছায় ওসি নুরে আলম সিদ্দিকীর সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির চেষ্টা, যুবক আটক দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন সাবেক এমপি হায়দার হোসেন চৌধুরী তুহিন গুচ্ছ পরীক্ষার্থীদের জন্য পূর্ণ সহায়তায় প্রস্তুত নোবিপ্রবি ছাত্রদল স্থায়ীভাবে অপসারিত হলেন ডিমলা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোসাদ্দেক পীরগাছায় বসতভিটা দখলের অভিযোগ; দেড়শ বছরের পুরনো রাস্তায় বেড়া

বেরোবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ, স্ক্রিনশট ফাঁস

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে তার এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ উঠেছে। মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশটগুলো প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ এবং গ্রুপে শিক্ষক রশীদুল ইসলাম এবং ওই ছাত্রীর  মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে। ভুক্তভোগী তার নাম-পরিচয় গোপন করে এসব স্ক্রিনশট প্রকাশ করেন।

স্ক্রিনশটের লেখাগুলোয় দেখা যায়, শিক্ষক রশীদুল ইসলাম বলেন, ‘মিষ্টি মেয়ে একটা!’ উত্তরে ছাত্রী বলেন, ‘থ্যাংক ইউ স্যার, আপনি খুব ভালো মনের মানুষ।’ এবার শিক্ষক বলেন, ‘তোমাকে কী যেন করতে বলেছিলাম?’ ‘শিক্ষার্থী উত্তরে বলেন, ‘বাসায় যেতে! আর আপনার বাসায় গেলে কেউ যদি দেখে ফেলে, কি না কি হবে।’

বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে নিজের আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দীর্ঘ একটি স্ট্যাটাস লেখেন। পরে সেটি বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

পোস্টে শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করে ছাত্রী বলেন, ‘আমি পরিসংখ্যান নবম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আমার ডিপার্টমেন্টের রশীদুল স্যারের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছি। শুরুতেই আমি ডিপার্টমেন্টে তার নজরে আসি আমার মুখের হাসির (উনার ভাষ্যমতে) জন্য। আমার সাথে এভাবেই উনি কমপ্লিমেন্ট দিয়ে কথা বলা শুরু করে। তারপর ইনবক্সে নক দিয়ে নানাভাবে পড়ালেখার খোঁজখবর নেন এবং আমি সরল মনে বিশ্বাস করি আমি অনেক দূর থেকে এসেছি, তাই এভাবে খোঁজ নিচ্ছে। এভাবে কিছুদিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের পিকনিক হয়, সেখানে তার বউয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেন। এরপর একদিন তার বউ আমাকে নক দিয়ে বলেন, আমাদের এলাকায় কী কী খাবার (যেটা ফেমাস) পাওয়া যায়, যেটা উনি খেতে চান আর আমিও বাসায় গিয়ে তাকে দিয়ে আসি (যেহেতু সরাসরি চেয়েছে)। এভাবেই একটা সম্পর্ক তৈরি হয় তার সাথে আমার।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি