পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে পারুল ইউনিয়নের দেউতি ক্লিনিক সংলগ্ন, গুলাল গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের মরদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ফারুক হোসেন ওই এলাকার নজির হোসেনের ছেলে।
তিনি দিনমজুরের কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি।
শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
নিহতের স্ত্রী শান্তনা বেগম জানান, তার স্বামী রাতে বাজারে যাওয়ার কথা বলেই বের হয়েছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি।
নিহতের বাবা নজির হোসেন বলেন, ‘কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, সেটাও জানা নেই।
এ বিষয়ে পীরগাছা থানার এস.আই নজরুল ইসলাম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাতত অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।