দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলা নববর্ষকে বরন করে অনুষ্ঠিত হয়েছে প্রদশর্নী বিতর্ক।
শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুক্তমঞ্চে এই প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়।
'আমার আঞ্চলিকতা, আমার অহংকার' ও ' আবহমান বাংলার আমরাই সেরা জুটি' শীর্ষক দুইটি পর্বে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম শিকদার, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।
এসময় বিতার্কিকরা বিতর্কের মাধ্যমে নিজেদের আঞ্চলিক ভাষার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এছাড়াও আবহমানকাল ধরে বাংলায় যেসব কালজয়ী জুটি শিল্প-সাহিত্যে স্থান পেয়েছে সেসব প্রেমের জুটিগুলো বিতর্কের মাধ্যমে উপস্থাপন করে।
এসময় উপস্থিত হয়ে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, " বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতির বৈচিত্র্যতাই আমাদের শকৃতি। এই বৈচিত্র্যতাকে আমাদের জাতীয় ঐক্যে রূপান্তার করতে হবে। বাংলা ভাষায় হাজারো আঞ্চলিক ভাষা আছে। আঞ্চলিক ভাষা বিভিন্ন অঞ্চলকে প্রতিনিধিত্ব করে। একেই ভাষার বৈচিত্র্যতা বলে। বৈচিত্র্যতাই ভাষার শক্তি। এই শক্তিতেই বাংলা ভাষা ও সংস্কৃতি বিশ্বমঞ্চে স্থান পাবে।"