এম এ মতিন স্টাফ রিপোর্টার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামের পূর্বদলিরাম হাজিপাড়ায় জমি সংক্রান্ত বিষয়ে রেজাউল হককে এলাপাতারি মারপিটের ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের তরিৎ হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
জানাগেছে, ২ একর ৬৬ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ জমি দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছে গাড়াগ্রাম পূর্ব দলিরাম হাজিপাড়া গ্রামের মতলুবর রহমানের দুই ছেলে রেজাউল হক ও জয়নাল আবেদীন। কিন্তু ওই জমিতে গত ৯ এপ্রিল সাড়ে ৯টার দিকে হঠাৎ মালিকানা দাবি করে রংপুর গঙ্গাচড়া উপজেলার আলম বিদিতর ইউনিয়নের কিসামত গনেশ গ্রামের তৈয়ব গংরা জবর দখলের চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দিতে গেলে তাকে এলোপাতারি মারপিট করে ফেলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী আশংকা করছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশকে পাঠিয়েছিলাম দুপক্ষের উত্তেজনার ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
Leave a Reply