নিজস্ব প্রতিবেদক : শরিফ মন্ডল
আবারো রঙ্গে ভরা বৈশাখ এসে হাজির। বর্ষবরণের উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে রংপুর শহর। উৎসবমুখর এই সময়কে ঘিরে শহরের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের প্রিয় ক্যাম্পাসকে সাজিয়ে তুলেছে বাহারি আলপনায়।
রংপুর সরকারি কলেজ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের দেয়াল, রাস্তাঘাট ও খোলা জায়গাগুলোতে ফুটে উঠেছে বাঙালিয়ানার রঙিন ছোঁয়া। শিক্ষার্থীদের হাতে তৈরি এসব আলপনায় ফুটে উঠেছে গ্রামীণ সংস্কৃতি, নববর্ষের প্রতীক, এবং বাংলার ঐতিহ্য।
গত ১৩ এপ্রিল রংপুর সরকারি কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা দলবেঁধে আলপনার কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন পেঁচা, কেউ আবার আঁকছেন "শুভ নববর্ষ" বার্তা।
কলেজের এক শিক্ষার্থী জানান, "আমরা প্রতিবছরই পহেলা বৈশাখকে ঘিরে ক্যাম্পাস সাজাই। এই আলপনা আমাদের সংস্কৃতির একটা অংশ। এতে আনন্দ যেমন পাই, তেমনি নিজেদের ঐতিহ্যও নতুন করে উপলব্ধি করি।"
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল শহরের বিভিন্ন প্রান্তে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রংপুর এখন প্রস্তুত বৈশাখী আনন্দে মেতে উঠতে—আলপনায় সাজা শহর যেন এক টুকরো ক্যানভাস, যেখানে আঁকা আছে বাঙালির প্রাণের উৎসব।