হাবিপ্রবি প্রতিনিধি:
চারুকলায় ফ্যাসিবাদের মুখোশে আগুন উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার নেতৃবৃন্দ।
শনিবার (১২ এপ্রিল) হাবিপ্রবি ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত বিবৃতি দেয় দেয় সংগঠনটি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পয়লা বৈশাখ উদযাপনের ঠিক দুইদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শাস্তির পায়রা মোটিফে আগুন দেওয়ার ঘটনায় ইউট্যাব, হাবিপ্রবি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভেতরে এই অগ্নিকান্ড অস্বাভাবিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এ ঘটনা প্রমাণ করে যে দেশে এখনও ফ্যাসিবাদের দোসররা বিরাজমান এবং ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের জাতিস্বত্তার ঐতিহ্যের স্বারক পয়লা বৈশাখ ঘিরে অস্থিতিশীল ও অনিরাপদ পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, পয়লা বৈশাখের প্রারম্ভে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও ইউট্যাব, হাবিপ্রবি উদ্বিগ্ন। তাই পয়লা বৈশাখের অনুষ্ঠান সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে, শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুন দেয় দুর্বৃত্তরা।