হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের তত্ত্বাবধানে আইইইই (IEEE) স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫ সালের ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম। কমিটির অ্যাডভাইজার হিসেবে রয়েছেন মো. মিজানুর রহমান (সহযোগী অধ্যাপক, ইইই),মো. ফেরদৌস ওয়াহিদ (সহকারী অধ্যাপক, ইইই),মো. মতিউর রহমান তারেক (প্রভাষক, ইইই)
নতুন কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ইইই বিভাগের একুশ ব্যাচের শিক্ষার্থী প্রিতম মজুমদার, যিনি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের বাইশ ব্যাচের শিক্ষার্থী মো. মাহামুদুল ইসলাম।এছাড়াও ট্রেজারার নির্বাচিত হয়েছেন তামিম আহসান সামি(২২),ওয়েব মাস্টার রাকা সরকার(২২),গ্রাফিক্স ডিজাইনার মো: রিফাত মাহারুফ(২২)।
দায়িত্ব গ্রহনের পর কমিটির সভাপতি প্রিতম মজুমদার বলেন,"আইইইই এইচএসটিইউ স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি এই দায়িত্বকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করি—যার মাধ্যমে আমি শাখার অগ্রগতিতে অবদান রাখতে এবং সদস্যদের পেশাগত ও প্রযুক্তিগত বিকাশে সহায়তা করতে পারি। আমি একটি উদ্ভাবনী, অংশীদারিত্বপূর্ণ ও জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার সহকর্মীদের সহযোগিতায় আমরা একসাথে এমন সব উদ্যোগ গ্রহণ করব, যা শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে"।
সেক্রেটারি মোঃ মাহমুদুল ইসলাম বলেন,"IEEE HSTU STUDENT BRANCH Committee -2025-এর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আমি মোঃ মাহামুদুল ইসলাম, IEEE HSTU STUDENT BRANCH-এর নবনির্বাচিত সেক্রেটারি হিসেবে এই দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।শুরু থেকেই আমাদের ক্লাব প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে আসছে। ২০২৫ সালের নতুন কমিটি সেই ধারা অব্যাহত রেখে আরও নতুন উদ্যোগ নিতে আগ্রহী।আমাদের পরিকল্পনায় রয়েছে—
১. প্রযুক্তিনির্ভর হ্যান্ডস-অন ওয়ার্কশপ,২. ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে গেস্ট টক সেশন,৩. আন্তঃবিশ্ববিদ্যালয় টেক কম্পিটিশন ও ইনোভেশন ফেস্ট,৪. এবং সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে IEEE কনফারেন্স ও প্রোগ্রামে যুক্ত করা।আমরা বিশ্বাস করি, প্রযুক্তি মানেই শেখা, ভাবা ও ভবিষ্যৎ গড়া—আর সেই পথেই আমরা একসাথে এগিয়ে যেতে চাই। কারণ “Together we innovate, together we lead.” সবশেষে, আমাদের সম্মানিত কাউন্সিলর, অ্যাডভাইজার, সিনিয়র সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথকে আরও মজবুত করে"।