রিপন শাহরিয়ার, বেরোবি :
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী তানভীর হাসান দিপু সাম্প্রতিক সময়ের সর্বাধিক আলোচিত বিষয়টি বিশ্লেষণ করে আজ শুক্রবার (১১ এপ্রিল) ক্যাম্পাস২৪.নিউজকে বলেন, যদি কেউ এসে বলে এই দেশকে পাঁচ বছরে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানিয়ে দেব, তবে জেনে রাখুন, সে নিছকই আষাঢ়ে গল্পের ফেরিওয়ালা।
কারণ এই দেশকে বদলানো মুখের কথা নয়। এদেশের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় মিশে আছে এক ভয়ানক বিষ দুর্নীতি। অফিসের নিচের দারোয়ান থেকে শুরু করে উপরের চেয়ারে বসা কর্তাব্যক্তি প্রায় সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে আপস করে বেঁচে আছে।
এই জাতি অসচেতন, যেন এক জঙ্গলের মাঝে বাস করা সভ্যতাবিচ্যুত মানুষ। যেখানে রাস্তায় পড়ে থাকে পলিথিনের স্তূপ, ড্রেন ভরে থাকে আবর্জনায়, আর প্রতিটি মোড়ে মোড়ে ছড়িয়ে থাকে পানির বোতল, সিগারেটের ঠুটো, চিপসের প্যাকেট। নদীগুলো হয়ে গেছে আবর্জনার ভাগার আর নদীর পানির পঁচা দুর্গন্ধে নিয়ে নাই বা বললাম (সিলেটের সুরমা নদী, ঢাকার বুড়িগঙ্গা, রংপুরের শ্যামাসুন্দরী) নদীগুলো এর জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশের নদী গবেষকেরা বলছেন, দেশটির শহরের মধ্য দিয়ে প্রবাহিত অন্তত ২৮টি নদ-নদী দখল আর দূষণের শিকার হয়ে এখন মৃতপ্রায়। পরিবেশের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, নাগরিক সচেতনতাও যেন বিলাসিতা।
এই বাস্তবতার মাঝে দাঁড়িয়ে কেউ যদি উন্নয়নের রঙিন বেলুন ওড়ায়, তা নিছকই ধোঁয়া। কারণ উন্নয়ন শুধু বিল্ডিং বানানো নয়, রাস্তাঘাট নয়, পদ্মাসেতু নয়, বঙ্গবন্ধু টানেল নয়, উন্নয়ন মানে মানসিকতা, নীতির পরিবর্তন যা এখনও বহু আলোবর্ষ দূরে।
এই দেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হবে, হ্যাঁ, তবে একদিন। কিন্তু তার আগে প্রয়োজন মানুষের ভিতরের ‘নগর সংস্কার’, মননের পরিশুদ্ধি। না হলে উন্নয়নের মুখোশ পরে চলবে শুধু এক আড়ম্বরপূর্ণ অবক্ষয়।
তানভীর হাসান দিপু
একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।