নিজস্ব প্রতিবেদক :শরিফ মন্ডল
রংপুরের মিঠাপুকুর বাজারে ইজরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে স্থানীয় কনফেকশনারি দোকানগুলোতে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এলাকার তৌহিদী জনতা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন, যা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
লিফলেটের মাধ্যমে মানুষকে ইজরায়েলি পণ্যের উৎপত্তি, তাদের মাধ্যমে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং কীভাবে বিকল্প পণ্য বেছে নেওয়া যায়— সে সম্পর্কে সচেতন করা হয়েছে। দোকানদাররাও এ উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সচেতনতা-ভিত্তিক কার্যক্রমই বয়কট আন্দোলনের মূল শক্তি। জনতার প্রত্যক্ষ অংশগ্রহণ ও বাজার পর্যায়ের প্রতিবাদই সবচেয়ে কার্যকর পন্থা।
একজন আন্দোলনকর্মী জানান, "মিঠাপুকুরের তৌহিদী জনতা আজ দেখিয়ে দিয়েছেন, প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত। এমন উদ্যোগ আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।"
এই সাহসী ও অনুকরণীয় পদক্ষেপের জন্য স্থানীয়দের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
সবাই আশা করছেন, এভাবেই ইজরায়েলি পণ্য বর্জনের আওয়াজ ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি বাজারে, প্রতিটি দোকানে৷