নিজস্ব প্রতিবেদক: শরিফ মন্ডল
মিঠাপুকুর (রংপুর), ৮ এপ্রিল:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের খোর্দকোমরপুর (বগুড়াপাড়া) গ্রামে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহীন নামে এক ব্যক্তির বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে যায়। আনুমানিক রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ঘুমন্ত পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরবাড়ি।
এ ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০-১২টি রুম, একটি মুদি দোকান ও গোয়ালঘর। আগুনে পরিবারের ব্যবহৃত সমস্ত আসবাবপত্র, জামা-কাপড়, খাবার, ব্যবসার মালামাল ও গবাদি পশুসহ সর্বস্ব ভস্মীভূত হয়। প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতির পরিমাণ লক্ষ্যাধিক টাকার কাছাকাছি হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। শাহীন চরম মানসিক ভেঙে পড়েছেন—তিনি প্রায় বাকরুদ্ধ, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫নং বালারহাট ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাহফুজার রহমান মধু ও মিঠাপুকুর উপজেলা শাখার ওলামা-মাসায়েখ বিভাগের সেক্রেটারি মাওলানা মমিনুল করিম। তারা পরিবারটির খোঁজখবর নেন, মানসিক সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে আর্থিক ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষ, বিত্তবান ব্যক্তি ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন শাহীন ভাইয়ের পাশে দাঁড়িয়ে তার পরিবারকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।