পবিপ্রবি প্রতিনিধি
আজ (৭ই এপ্রিল, সোমবার),পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে প্রতীকী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন "যারা এই পৃথিবীতে শান্তির কথা বলে তারাই আজ ইজরায়েলের মদতদাতা" । এছাড়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন "আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা বাসায় ইজরায়েলের কোন ধরনের পণ্য ব্যবহার করব না।" প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান তার বক্তব্যের শুরুতেই গাজায় নিহতদের স্মরণ করে দুঃখ প্রকাশ করেন, তিনি বলেন আমরা যদি সেই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে চাই তাহলে আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে তা হল ঈমানের যে তিনটি ধাপ রয়েছে তা পালন করা । তিনি দাবি জানান পাসপোর্টে ইসরাইল ব্যতীত সকল দেশের জন্য এই পাসপোর্ট গ্রহণযোগ্য তা লেখার জন্য এবং ইজরায়েলের পণ্য বর্জনের ঘোষণা দেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাদের বক্তব্য রাখেন
উল্লেখ্য আজ ৭ ই এপ্রিল "গ্লোবাল স্ট্রাইক ফর গাজা," এর সাথে একাত্মকতা রেখে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ সংহতি প্রকাশস্বরূপ সকল প্রকার ক্লাস-পরীক্ষা, ল্যাব, ব্যবহারিক ক্লাস বন্ধ রাখেন।