মো: নাঈমুর রহমান
নোবিপ্রবি প্রতিনিধি
বর্বর ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস গনহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত করেছে। একইসাথে সাধারণ শিক্ষার্থীদের ডাকা সমাবেশে একাত্নতা পোষন করেছে নোবিপ্রবি প্রশাসন।
রবিবার (৬ এপ্রিল) রাত ১০ টায় নোবিপ্রবি জনসংযোগ শাখার সহকারী পরিচালক ইফতেখার হুসাইন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিরীহ জনগণের ওপর ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ আগামীকাল সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এছাড়াও, আগামীকাল সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশ দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে নোবিপ্রবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীকে অংশগ্রহণের আহবান করা হয়৷