নিজস্ব প্রতিবেদক
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল।
রবিবার (৬ এপ্রিল) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপি মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ছয়জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বদরগঞ্জ উপজেলা যুবদলের দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রংপুর জেলা বিএনপি ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর জেলা বিএনপি’র সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মানিক, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক মানিক, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এদিকে জাতীয়তাবাদী যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রংপুর জেলার বদরগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সুমন সরদার ও বদরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক কয়েলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত গত শনিবার রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জনের মধ্যে লাবলু মিয়া (৫০) নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।এ ঘটনায় বদরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ টহল চলমান রয়েছে।
Leave a Reply