কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মুন্সিবাড়ি তেলিপাড়া এলাকায় থেকে মাদক সম্রাট খ্যাত কুখ্যাত মাদক ব্যবসায়ী, আতা ও হারুনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় এই অভিযান পরিচালনা করে এবং ধরণীবাড়ি মাদারটারী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আতা ও হারুনকে আটক করে।
আতা দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ি তেলিপাড়া এবং আশপাশের এলাকায় মাদক সরবরাহ এবং বিক্রির সঙ্গে যুক্ত ছিল। সে ঘর-ঘর ঘুরে মাদক পৌঁছে দিত এবং এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল।
হারুনও এই চক্রের অংশ হিসেবে একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে এলাকাবাসী তাদের গ্রেফতারকে স্বস্তির সাথে গ্রহণ করেছে।
পুলিশ জানিয়েছে, আতার বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে এবং তার গ্রেফতারের মাধ্যমে মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্য পাওয়া যাবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাদের মাধ্যমে মাদক কারবারের জড়িত অন্যদের নাম বের করার কাজ চলছে।
এই সাফল্যের ফলে এলাকাবাসী পুলিশের কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এলাকার মাদক চক্রের এই ধরনের ভাঙ্গন এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং মাদক নির্মূলের পথে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।
Leave a Reply