আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
সাবেক ও বর্তমান জনশক্তিদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে রংপুর টাউন হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী সহ আরো অনেকে।
রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল,
কপোল গড়ায়ে অশ্রু ঝরায় কত শহীদের মা, আলমারিতে রাখা আছে- রক্তমাখা জামা,
তবুও থেমে নাই শাওয়াল মাসের চাঁদ
ঈদ এসেছে বঙ্গদেশে, দূর হয়ে ফ্যাসিবাদ।
এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিতে মুখাভিনয় নাটিকা রক্তের ঋণ, ইসলামী সংগীত, হামদ, নাত পরিবেশন করা হয়।
Leave a Reply