দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি। পরীক্ষার জন্য এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। শেষ সময়ে পরীক্ষার প্রস্তুতির নানা কৌশল নিয়ে কথা বলেছেন ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় চতুর্থ সাদিয়া তাসনীম। ভর্তিচ্ছুদের করণীয় ও বর্জনীয় নিয়ে কথা বলার পাশাপাশি দিয়েছেন বিভিন্ন মূল্যবান পরামর্শ। সাক্ষাৎকার নিয়েছেন সাখাওয়াত হোসাইন।
শেষ পর্যায়ে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে?
সাদিয়া তাসনীম : মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট বিশ্লেষণ করলে দেখা যায়, অনেকের খুব অল্প নম্বরের জন্য ভর্তির সুযোগ হয় না বা হলেও নিজের পছন্দের মেডিকেলে সুযোগ হয় না। শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ, তবে সব বিষয়ের সব টপিকই গুরুত্বপূর্ণ নয়। আর শেষ সময়ে বিশ্লেষণ করে দেখতে হবে, কোন টপিক থেকে বিগত বছরে বেশি প্রশ্ন এসেছে। যেখান থেকে বেশি প্রশ্ন এসেছে, সেখানে গুরুত্ব দিতে হবে। তারপর সময় করে অন্য যেসব জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে।
Leave a Reply