স্টাফ করেসপন্ডেন্ট:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও জেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) পদপ্রার্থী মোঃ মুকুল আলী।
আজ শনিবার (২৯ মার্চ) রাতে শুভেচ্ছা বাণীতে মুকুল বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতরের আগমন। ঈদ মুসলিম বিশ্বে শান্তি ও সুন্দরের বার্তা নিয়ে আসে। ধনী গরীবের মাঝে অনুপমের এক সেতু বন্ধন হিসেবে কাজ করে। এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে বাংলাদেশসহ সারা মুসলিম বিশ্বের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ফিলিস্তিনসহ সারা বিশ্বের মাজলুম জাতিগোষ্ঠীর প্রতিও তিনি বিশেষ দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মুকুলের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অন্তর্গত আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি বেশ ক'টি তাঁর লেখা বই জাতীয় বইমেলায় প্রকাশিত হয়েছে। পেয়েছেন ইউএস বাংলা সাহিত্য সম্মাননা-২০২২। 'তারুণ্যের জয় হোক-ঠাকুরগাঁও এগিয়ে যাক' এই স্লোগানকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এই তরুণ সংসদ সদস্য (স্বতন্ত্র) পদপ্রার্থী মুকুল আলী।