আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর যুব বিভাগের উদ্যোগে 'সিয়ামের চেতনায় যুবসমাজ' শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২২ মার্চ (শনিবার) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর কার্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন।
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মশিউর রহমান।
কোতোয়ালি থানা কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ইমন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব বিভাগ রংপুর মহানগর শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল।