মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর মেফতাহুল ইসলাম জিয়নের মৃত্যুদণ্ড বহাল রেখেছে বাংলাদেশে অপরাধ ট্রাইব্যুনাল। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিষিদ্ধ ছাত্রলীগের শাখার ক্রীড়া সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এ হত্যাকাণ্ডের পর উন্মোচিত হয় একটি ভয়াবহ ঘটনা, যেখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়িত ছিল।
অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। মেফতাহুল ইসলাম জিয়নের নামও এ তালিকায় রয়েছে।
আবরার ফাহাদ হত্যার রায় ঘোষণার পর মিঠাপুকুরে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং বিচার প্রক্রিয়া নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এ রায়ের মাধ্যমে দেশের আইন ব্যবস্থা প্রমাণ করেছে যে, কোনোভাবেই আইন অমান্যকারী এবং অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। তবে, মিঠাপুকুরের সাধারণ জনগণের মধ্যে এখনো প্রশ্ন উঠছে, এই রায়ের বাস্তবায়ন কীভাবে হবে এবং এর মাধ্যমে দেশে রাজনৈতিক সহিংসতার সুরাহা হবে কিনা।
Leave a Reply