রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করেছে স্বপ্নচারী যুব এসোসিয়েশন। সংগঠনটির “স্বপ্নচারী জনকল্যাণমুখী প্রকল্প” এর আওতায় আয়োজিত এই কার্যক্রমের অর্থায়ন করেছেন এসএসসি ব্যাচ ২০১১।
এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নচারী যুব এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ মামুনুর রশিদ (মামুন), মোঃ আরমান সরকার, আহসান হাবীব, সভাপতি মোঃ বেলায়েত হোসাইন, মোস্তাফিজুর রহমান, রতন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
স্বপ্নচারী যুব এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আরমান সরকার বলেন,
“সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে রমজান মাসব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। সমাজের সম্মানিত ব্যক্তিদের প্রতি আমাদের আহ্বান, আপনারাও স্বপ্নচারী যুব এসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নিন এবং মানুষের পাশে দাঁড়ান।”
উল্লেখ্য, স্বপ্নচারী যুব এসোসিয়েশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে
Leave a Reply