প্রতিবেদক:
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ হেযবুত তওহীদের নেতা-কর্মীরা এক বিক্ষোভ সমাবেশ করেছেন। সম্প্রতি রংপুর বিভাগীয় আমিরের বাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
হেযবুত তওহীদের মুখপাত্র মোহাম্মদ আসাদ আলী এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, উগ্রবাদীরা “নারায়ে তাকবীর” ধ্বনি দিয়ে হামলা চালালেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হামলার ৮-৯ দিন পার হলেও এখনো অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই ইস্যু তুলে ধরবেন। মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হবে।
বক্তারা আরও জানান, হেযবুত তওহীদ একটি ঐক্যবদ্ধ সংগঠন, যার সদস্যরা দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি তুলে ধরবেন এবং উগ্রবাদীদের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
সমাবেশ শেষে সংগঠনের নেতারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply