রংপুর প্রতিনিধি
দীর্ঘ তিন বছর আইনি লড়াইয়ের পর অবশেষে রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হুদা শপথ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা সেক্রেটারি এনামুল হকসহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ্যাডভোকেট শামসুল হুদা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। তবে তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী দ্বীপ চৌধুরী ভোট কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি আদালতে গড়ায় এবং দীর্ঘ তিন বছর আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে তিনি বিজয়ী প্রমাণিত হন।
শপথ গ্রহণ শেষে এ্যাডভোকেট শামসুল হুদা বলেন, "এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি গণতন্ত্রের বিজয়। জনগণের রায় অবশেষে স্বীকৃতি পেয়েছে। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি সর্বদা কাজ করে যাবো।"
এদিকে, তার শপথ গ্রহণের মাধ্যমে বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।