বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ২০১৯ সালে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির যাত্রা শুরু হয়েছিল। তবে বিভিন্ন কারণে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন বাকৃবির অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী। বাকৃবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকবে কিনা তা নিয়ে হয়েছে বিস্তার আলোচনা। শেষপর্যন্ত দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, গুচ্ছে থাকছে তারা।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, নিজেদের গুণগত মান ও স্বতন্ত্রতা অক্ষুণ্ন রাখার জন্য আমরা গুচ্ছ থেকে বের হওয়ার সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারের বিশেষ অনুরোধ ও আহ্বানে এ বছর গুচ্ছে থাকবে বাকৃবি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুচ্ছে থাকার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
Leave a Reply