হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রীয় অর্থে পরিচালিত হয়। এখানে একজন কৃষক, দিনমজুর- এমন কি একজন ভিক্ষুকও একটা চানাচুরের প্যাকেটও কিনলে তার ভ্যাটের টাকায় চলে বিশ্ববিদ্যালয়গুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’
দুই বছর পর নতুন কোষাধ্যক্ষ পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ পদে নিযুক্ত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির। শুক্রবার (১০ জানুয়ারি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
Leave a Reply