রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর আকস্মিক অভিযানে ২৬ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৯-০২-২৫) রাতে পীরগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে থাকা মেজর আবির জানান, মিঠাপুকুর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রাজু মেম্বারের বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বিদেশি মদ ও ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় মাদক নির্মূলে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। মিঠাপুকুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে।
Leave a Reply