নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে এক দিনের নোটিশে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টারে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
‘পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, ‘পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আপনি আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়র্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।’
এর আগে গত রোববার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বালুমহাল ও সীমান্ত চোরাচালান, পোস্টিং বাণিজ্যসহ নানা খাতে ঘুষ-দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ সদর দপ্তর।
গত ৫ ফেব্রুয়ারি এক শিক্ষার্থী তাকে স্যার না ডাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রনেতার সঙ্গে অসদাচরণ করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এ ছাড়া এসপি আ ফ ম আনোয়ার হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। ওসিদের পোস্টিং দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বালু ও পাথর মহাল থেকে চাঁদা আদায়, অবৈধভাবে ভারত থেকে আসা পণ্যের সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় এবং মামলা দিয়ে ওপেন চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ আছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন ঘটনায় বিতর্কিত হয়ে আলোচনায় আসেন। গত বছরের ৪ ডিসেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনার পর তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন স্থানীয় পুজা উদযাপন পরিষদের নেতারা।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘স্যার এখনো দায়িত্বে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply