রিপন শাহরিয়ার, বেরোবিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমাজবিজ্ঞান বিভাগ ১৫ তম বর্ষে পদার্পণ করেছে । আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ডিপার্টমেন্ট গ্যালারি কক্ষে কেক কাটা, আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করেছে বিভাগটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শওকত আলী। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও উপাচার্য সহ বর্ণাঢ্য র্যালি বের করে ক্যাম্পাসের মিডিয়া চত্বর-দেবদারু রোড হয়ে ডিপার্টমেন্টের সামনে এসে শেষ হয় র্যালিটি । পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভাগটির গ্যালারি কক্ষে ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, বেরোবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“বিশ্ববিদ্যালয়ের ২২ টি ডিপার্টমেন্টের মধ্যে সমাজবিজ্ঞান সবচেয়ে অন্যতম একটি ডিপার্টমেন্ট। তোমরা এখানে এসেছো জ্ঞানার্জনের জন্য। তোমাদের কাজ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়ের প্রতিবাদ করা। তোমরা ভালো ইনপুট দিলে ভালো রেজাল্ট পাবা। তোমাদের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হবে এই সমাজটা ভালো হবে”।
এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম রব্বানী সরকার, সহকারী অধ্যাপক রাম প্রসাদ বর্মন, ইয়াসমিন সুলতানা, ও প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদাসহ বিভাগটিতে বর্তমান অধ্যায়নরত সকল ব্যাচের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম সামাজিক বিজ্ঞান অনুষদ এর অধীনে যাত্রা শুরু করেছিল বিভাগটি। প্রতিবছর ৬০-৬৫ জন শিক্ষার্থী বিএসএস কোর্সে ভর্তি হন এবং এমএসএস কোর্সেও একইসংখক শিক্ষার্থী ভর্তি হন।
Leave a Reply