নিউজ ডেস্ক :
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ডাকা সভায় উপস্থিত না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার দুই যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অসুস্থতা ও ঢাকার বাইরে থাকায় তারা উপস্থিত থাকতে পারেননি বলে দাবি করেছেন।
জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির জরুরি সভা ডাকা হয়। এতে অসুস্থতার কারণে সুমন সরদার এবং ঢাকার বাইরে থাকায় মোস্তাফিজুর রহমান রুমি উপস্থিত থাকতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এটি পাঠানোর আগে কোনো কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন তারা।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন।
শোকজের বিষয়ে সুমন সরদার বলেন, ‘আমি অসুস্থ থাকায় সভায় উপস্থিত হতে পারিনি। দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, ত্যাগ স্বীকার করেছি। অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই শোকজ করা হয়েছে, যা দুঃখজনক।’
মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘আমি ঢাকার বাইরে ছিলাম, তাই সভায় থাকতে পারিনি। এ ধরনের সিদ্ধান্ত তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন রাজপথে থেকে আজ শোকজ খেতে হচ্ছে, যা আমাদের জন্য কষ্টদায়ক।’
শোকজের বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি
Leave a Reply