নিউজ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসী ও মুসলিম বিশ্বের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ।
তারেক রহমান আরও লেখেন, আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।
সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সহিংসতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান শবে বরাতের এ রাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করেন।
Leave a Reply