নিউজ ডেস্ক :
জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অনশন শুরু করেন।
দুইজন শিক্ষার্থী হলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ওমর ফারুক এবং দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু সাঈদ।
অনশনে থাকা ওমর ফারুক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর যাবৎ হত্যা-মামলা-গুম-খুন করে এসেছে। সেই ১৬ বছর কোনো ধরনের বিচার হয়নি। মূলত হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। আবার ২০২৪ এর আন্দোলনে আমাদের ২ হাজার তাজা প্রাণের বিনিময়ে নতুন করে স্বাধীন হয়েছি। তবুও আমরা ছাত্র হত্যাসহ বিগত ১৬ বছরের বিচারগুলোর কোনো বিচার হয়নি। বরং বিচারের নামে চলছে প্রহসন।
Leave a Reply