নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেছে। চলতি মাসের শেষ সপ্তাহে এ ফলাফল প্রকাশ হতে পারে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, খাতা দেখার কাজ শেষ পর্যায়ে। আশা করছি দ্রুত ফল প্রকাশ করতে পারব। তবে সেটা ২৫ ফেব্রুয়ারির পর।
জানা গেছে, আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে। তবে এবার ইউনিটগুলোর পরীক্ষায় দীর্ঘবিরতি থাকায় এককভাবে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে।
গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি।
Leave a Reply