
সবচেয়ে বেশি পরীক্ষার্থী আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। এ বছর ‘ডি’ ইউনিটের দুই দিন ধরে মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে গত ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ আইবিএ-জেইউ ও ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের একাংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল ২৯ ডিসেম্বর এ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।