প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৮:৩০ এ.এম

কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দাবির সাথে একমত পোষণ করে ২৫.১২.২৫ ইং তারিখ বুধবার কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হলো ১৭ সদস্যের এ্যাডহক কমিটি গঠন ।
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি নতুন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
রংপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সন্ধ্যায় ১৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ‘এ্যাডহক কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির নামকরণ করা হয়েছে - কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
নবগঠিত এই কমিটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেলা রেজিস্ট্রার জনাব মো: মনিরুল হক প্রধানকে আহবায়ক এবং রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ডাঃ শাহ্ শাহজাদা পিন্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
উক্ত এ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন:
১. জনাব প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ, কারমাইকেল কলেজ, রংপুর।
২. জনাব একেএম দৌলত আকবর -পিপিএম, পুলিশ অফিসার, ডিএমপি, ঢাকা।
৩. জনাব মোঃ আতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৪. জনাব শহিদুল আলম লাবু, বিশিষ্ট ব্যবসায়ী.
৫. মোঃ শাহজাহান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী।
৬. জনাব মোঃ আব্দুল গফফার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
৭. জনাব মনিরা বেগম (মুন্না), শিক্ষিকা।
৮. জনাব মোঃ মেনহাজুল হক, শিক্ষা প্রকৌশলী।
৯. ড. নির্মল চন্দ্র রায়, ডিন, সিলেট বিশ্ববিদ্যালয়।
১০. জনাব গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়।
১১. সোমা চক্রবতী, শিক্ষিকা।
১২. জনাব মোঃ তরিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
১৩. জনাব মোঃ আশরাফুল আলম আশরাফ, পরিচালক।
১৪. জনাব মোঃ ইসলাম জনি, সহকারী পরিদর্শক, রংপুর সিটি কর্পোরেশন।
১৫. আল মাহমুদ কবির রোমেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
উক্ত কমিটি গঠনের সময় জানানো হয় যে, কমিটির সদস্য পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি। এই কমিটি আগামীতে কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।