মো: নিশান খান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল দুপুরের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে মন্তব্যে করেছেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মুঠোফোন বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক বলেন, আজকে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল। সি ইউনিটের ফলাফলের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আশা করছি আগামীকাল দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হবো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে মোট ৪৭ হাজার ৪৯৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে ২০ হাজার ৪০১ জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭ জন ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এ দিন মোট ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়।